Home খেলা ‘আপনি তো এক ক্রিকেটারকে ৫০ বছর খেলাতে পারবেন না’
Oktober ২১, ২০২৪

‘আপনি তো এক ক্রিকেটারকে ৫০ বছর খেলাতে পারবেন না’

দেশের ক্রিকেটাঙ্গনে সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা তুঙ্গে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকে অবসর নিতে চাইলেও সে ইচ্ছেপূরণ হয়নি তার। নিরাপত্তায় শঙ্কায় দেশে ফেরেননি সাকিব। তাই শুরুতে স্কোয়াডে রাখলেও পরে তাকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এতে করে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকছে গত মাসে বাংলাদেশ-ভারতের মধ্যকার কানপুর টেস্ট। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়া, সাকিব যেন দেশের মাটিতে খেলেই অবসর নেন। অন্যদিকে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলছেন, বর্তমান পরিস্থিতি আমলে নিয়ে কানপুর টেস্ট দিয়ে অবসর নিলেই ভালো করতেন সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনেও সাকিব প্রসঙ্গ ওঠে। সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন তাইজুল ইসলাম। সাকিবের অবসর প্রসঙ্গে তাইজুলের সোজাসাপ্টা মন্তব্য, ‘আসলে আপনি তো একটা খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না। কখনো একজন আসবে, একজন যাবে। ১০ বছর, ১৫ বছর, খুব বেশি হলে ২০ বছর; এটা আমাদের মেনে নিতেই হবে।’

‘আসলে কোনো সন্দেহ নেই উনি অনেক ভালো খেলোয়াড় ছিল। কিন্তু আমরাও দোয়া করবো, আপনারাও দোয়া করবেন উনার মতো যেন আরেকজন আসে বা এখন যারা আছে তারাও যেন ভালো পারফরম্যান্স করে’-যোগ করেন প্রোটিয়াদের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে এখন পর্যন্ত পাঁচ উইকেট পাওয়া তাইজুল।

প্রসঙ্গত, মিরপুর টেস্টের প্রথম দিন বাংলাদেশের বিপক্ষে ৩৪ রানের লিড নিয়ে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করতে নেমে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৬ উইকেটে ১৪০ রান তুলেছেন সফরকারীরা। ৪৯ রান খরচায় প্রোটিয়াদের ৫ উইকেট শিকার করেছেন তাইজুল।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *