Home সারাদেশ নলছিটিতে শ্রমিক লীগ সাধারণ সম্পাদকসহ গ্রেফতার -৩।
Oktober ৫, ২০২৪

নলছিটিতে শ্রমিক লীগ সাধারণ সম্পাদকসহ গ্রেফতার -৩।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে  পুলিশ। বৃহস্পতিবার রাতে(৩ অক্টোবর)নলছিটি থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. হৃদয় হোসেন রিপন, কুশঙ্গল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান সরদার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাইদুল ইসলাম মিন্টু। পুলিশ সূত্রে জানা গেছে,বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত ১৫ আগস্ট ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা(মামলা নম্বর-০৪)দায়ের হয়। গ্রেফতার তিনজন ওই মামলার সন্দিগ্ধ আসামি।
নলছিটি থানার এস.আই. মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, (ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে) ।গ্রেফতার তিনজনকে  ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *