Home বানিজ্য বেক্সিমকোর শেয়ার নিয়ে কারসাজি, ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি টাকা জরিমানা
Oktober ২, ২০২৪

বেক্সিমকোর শেয়ার নিয়ে কারসাজি, ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি টাকা জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) শেয়ার নিয়ে কারসাজির দায়ে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১ অক্টোবর) বিএসইসির ৯২৪ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংস্থার পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী।

দেশের পুঁজিবাজারের ইতিহাসে এর আগে কখনো এক কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির দায়ে এত বেশি টাকা জরিমানা করা হয়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালের জুলাই থেকে সেপ্টেম্বর এবং ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে বিভিন্ন সময়ে বেক্সিমকোর শেয়ার নিয়ে কারসাজি করায় চার ব্যক্তি এবং পাঁচ প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।

এর মধ্যে মারজানা রহমানকে ৩০ কোটি, ট্রেড নেক্সট ইন্টারন্যাশনালকে ৪ কোটি ১ লাখ, মুশফিকুর রহমানকে ১২৫ কোটি, মমতাজুর রহমানকে ৫৮ কোটি, জুপিটার বিজনেসকে ২২ কোটি ৫০ লাখ, অ্যাপোলে ট্রেডিংকে ১৫ কোটি ১ লাখ, এ আর টি ইন্টারন্যাশনালকে ৭০ কোটি, আব্দুর রউফকে ৩১ কোটি এবং ক্রিসেন্ট লিমিটেডকে ৭৩ কোটি টাকা জরিমানা করা হয়।

এদিকে একই সভায় নয়টি কোম্পানির আইপিও বা আরপিওর অর্থ ব্যবহার পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিগুলো হলো—বাংলাদেশ শিপিং করপোরেশন, বেস্টহোল্ডিং, ইনডেক্স অ্যাগ্রো, জেএমআই হসপিটাল রিকুইজিট মেনুফ্যাকচারিং, লুব-রেফ বাংলাদেশ, নাভানা ফার্মাসিউটিক্যালস, রিং শাইন টেক্সটাইল, সিকদার ইন্স্যুরেন্স এবং সিলভা ফার্মাসিউটিক্যালস।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *