Home বিশ্ব ইরানি ক্ষেপণাস্ত্র ও শক্তিমত্তার গভীরতা কতখানি, জানালেন কমান্ডার
সেপ্টেম্বর ২৫, ২০২৪

ইরানি ক্ষেপণাস্ত্র ও শক্তিমত্তার গভীরতা কতখানি, জানালেন কমান্ডার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার বদলা নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার তিনি বলেছেন, হানিয়া হত্যার প্রতিক্রিয়া কীভাবে, কখন এবং কতটুকু জানাতে হবে তা ইসলামী প্রজাতন্ত্র অচিরেই নির্ধারণ করবে।

মূলত হানিয়া হত্যার প্রতিশোধ হিসেবে ইরানি হামলার নিয়ে তটস্থ ইসরাইলিরা। এমন আবহে এবার ইরানি সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ও শক্তিমত্তার গভীরতা কতখানি, তা জানালেন বিমান বাহিনীর একজন কমান্ডার।

ইরানের সেনাবাহিনীর কাছে ২০০০ কিলোমিটারেরও বেশি রেঞ্জের ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাসেম খামোশি।

মঙ্গলবার এক অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল কাসেম খামোশি বলেন, ইরানের মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী হেলিকপ্টার ইউনিট রয়েছে।

তিনি আরও বলেন, ‘আজ ইরানের হেলিকপ্টারগুলো আধুনিক সরঞ্জাম দ্বারা সজ্জিত, যা সবই ইরানের তরুণ বিশেষজ্ঞদের দ্বারা তৈরি’।

জেনারেল খামোশি এ সময় উল্লেখ করেন, ‘এখন আমাদের কাছে ২০০০ কিলোমিটারের বেশি রেঞ্জের ক্ষেপণাস্ত্র রয়েছে এবং আমরা এখন দেশের প্রতিরক্ষা করছি সীমান্ত থেকে অনেক দূরে থেকেই। এ পথে আমাদের অগ্রগতি অব্যাহত’। সূত্র: মেহের নিউজ এজেন্সি

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *