দল নিয়ে খুশিতে গদগদ হাথুরু বললেন, ‘এটাই সবচেয়ে…’
পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেটে বইছে আনন্দের হাওয়া। সামনে ভারত সিরিজ, অথচ এত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার আগেও নাজমুল হোসেন শান্তরা নির্ভিকচিত্তে বলছেন, ভারতকেও দুই টেস্টেই হারাতে চান তারা।
আর এমন স্বপ্ন তো শান্তরা দেখতেই পারেন, কারণ বর্তমান টেস্ট দল যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ‘সবচেয়ে ভারসাম্যপূর্ণ’ দল। কথাটা যেনতেন কারও নয়, বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহের।
পাকিস্তানে দলীয় পারফরম্যান্সে সিরিজ জয়ের পর দল নিয়ে হাথুরুর মূল্যায়ন, ‘আমি মনে করি আমার মেয়াদে বাংলাদেশে তৈরি হওয়া সম্ভবত এটাই সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল।’
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় দিনের অনুশীলন শেষে সাংবাদিকদের হাথুরুসিংহে আরও বলেন, ‘আমরা অনেক পেসার নিয়ে এসেছি এবং আমরা ভালো ফাস্ট বোলার পেয়েছি। আমরা সত্যিই ভালো অভিজ্ঞ স্পিন আক্রমণ পেয়েছি। এবং তারপর ব্যাটিং, আসলে একটি ব্যাটিং গভীরতা আছে আমাদের দুটি কারণে। এক হল আমাদের দুই স্পিনার প্রকৃতপক্ষে ব্যাটারও, যারা টেস্ট সেঞ্চুরি পেয়েছেন।’
‘এবং এরপরে আমাদের দুই উইকেটরক্ষক যারা আমাদের প্রধান ব্যাটার। সুতরাং, এই সিরিজের জন্য দলের ভারসাম্য সত্যিই দারুণ এবং এটি আসলে আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস দেয় যে আমরা সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি’-যোগ করেন এই কোচ।
ভারত সিরিজের জন্য আত্মবিশ্বাসের রসদ যে ক্রিকেটাররা পাকিস্তানেই কুড়িয়ে নিয়েছেন, সে কথাটাও পুনরায় জোর দিয়ে বলতে ভোলেননি হাথুরুসিংহে, ‘অবশ্যই, এটা (পাকিস্তানে জয়) আমাদের অনেক আত্মবিশ্বাস দেয়। ফলাফলের জন্যই নয়, সেই সিরিজে আমরা যেভাবে খেলেছি, যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছি, আমরা উভয় টেস্টেই পিছনে ছিলাম এবং পরে আমরা কীভাবে ফিরে আসি।এই সিরিজের জন্য আমাদের অনেক বিশ্বাস তৈরি করেছে।’
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের ভারত সফর।