Home খেলা একাদশে ফিরেই তাসকিনের চমক, প্রথম ওভারেই বোল্ড শফিক
Ogos ৩১, ২০২৪

একাদশে ফিরেই তাসকিনের চমক, প্রথম ওভারেই বোল্ড শফিক

এক বছর পর টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ। আর সেই ফেরাটা তিনি রাঙিয়েছেন ইনিংসের প্রথম ওভারেই। তার দারুণ এক ডেলিভারিতে প্রথম ওভারের শেষ বলে স্টাম্প ভাঙে পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ শফিকের। শূন্য রানেই প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।

এর আগে, বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় দিনে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের ম্যাচে একাদশে থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। কুঁচকিতে ব্যথা পেয়েছেন শরিফুল। তার জায়গায় একাদশে সুযোগ করে দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে।

একাদশে সুযোগ পেয়েই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন এই পেসার। তার বোলিং তোপের মুখে পড়ে প্রথম ওভারেই সাজঘরে শফিক। অন্যপ্রান্তে আরেক পেসার হাসান মাহমুদও দারুণ বোলিং করছেন। নিজের প্রথম ওভারে কোনো রান খরচ করেননি তিনিও। তাতে বেশ চাপেই আছে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট খরচায় ৪ রান। উইকেটে আছেন সাঈম আইয়ুব ও শান মাসুদ।

এদিকে সিরিজ হার এড়াতে পাকিস্তান তাদের একাদশে বদল এনেছে দুটি। শাহিন আফ্রিদির পর পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়েছেন আরেক পেসার নাসিম শাহ। লেগ স্পিনার আবরার আহমেদ ও মির হামজাকে ফেরানো হয়েছে একাদশে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *