শেখ হাসিনার পতনের পর জয়ের ৩ ধরনের বক্তব্য, যা বললেন কলিম উল্লাহ
শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে বসে ছেলে সজীব ওয়াজেদ জয় একেক সময় একেক ধরনের বক্তব্য দিচ্ছেন। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এ নিয়ে দলের নেতাকর্মীসহ রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
পতনের পর প্রথমে এক ভিডিও বার্তায় জয় বলেন, মা (শেখ হাসিনা) আর রাজনীতিতে ফিরছেন না। আরেক ভিডিওতে বলেন, মা (শেখ হাসিনা) প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি। পরে আবার বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা আলোচনায় বসতে রাজি আছি।
এসব ভিন্ন ভিন্ন বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের সাবেক চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিম উল্লাহ।
তিনি বলেছেন, এভাবে নিরাপদ স্থান থেকে ভিডিও বার্তার মাধ্যমে কলকাঠি নেড়ে শাক দিয়ে মাছ ঢাকার মতো হবে।