Home খেলা বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেই ধাক্কা খেল পাকিস্তান
Ogos ১৯, ২০২৪

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেই ধাক্কা খেল পাকিস্তান

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। সেই টেস্টের আগে এবার হোঁচট খেয়েছে পাকিস্তান। স্কোয়াড থেকে বাদ পড়েছেন তারকা পেসার আমির জামাল। যার ফলে পাকিস্তানের স্কোয়াড এখন নেমে এসেছে ১৪ জনে।

পাকিস্তানের স্কোয়াডে এমনিতেও কোনো স্বীকৃত স্পিনার নেই। পেসার দিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শান মাসুদের দল। তবে এবার সেই পেসারদের একজনকেও হারালো পাকিস্তান।

এর আগে কাউন্টি ক্রিকেট খেলার সময় পিঠের চোট পেলে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েন আমির। পরে আবার ফিটনেস ক্লিয়ারেন্স সাপেক্ষে বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ফিরেছিলেন তিনি। তবে এখন তাকে আবারও সেই ফিটনেসের কারণেই বাদ দেওয়া হয়েছে। স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে আমিরকে।

বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের দল:

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেট-রক্ষক) ও শাহীন শাহ আফ্রিদি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *