‘ঘুমকাণ্ড’ নিয়ে গণমাধ্যমকে তাসকিনের আইনি নোটিশ
সম্প্রতি দেশের ক্রিকেটের একটি আলোচিত ইস্যু পেসার তাসকিন আহমেদের ‘ঘুমকাণ্ড’। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্য থেকে গণমাধ্যমে চলে আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে প্রতিবেদন করায় জাতীয় দৈনিক সমকালের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এই টাইগার পেসার।
মঙ্গলবার (৯ জুলাই) দৈনিক সমকালের সম্পাদক আলমগীর হোসেন, প্রকাশক আবুল কালাম আজাদ এবং স্টাফ রিপোর্টার সেকেন্দার আলি বরাবর তাসকিনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব আইনি নোটিসটি পাঠান।
নোটিশে বলা হয়, গত ৩ জুলাই দৈনিক সমকালে প্রকাশিত ‘তাসকিনের ঘুম এবং ‘বমিকাণ্ড’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, যা মানহানিকর। আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে ক্ষমা প্রার্থনা করে একটি সংবাদ প্রচার করতে হবে। না হলে আইনি পদক্ষেপের পাশাপাশি ক্ষতিপূরণ চাওয়া হবে।