Home অপরাধ মাটিরাঙ্গায় পুলিশের হাতে গাঁজাসহ গ্রেপ্তার ২
জুলাai ১০, ২০২৪

মাটিরাঙ্গায় পুলিশের হাতে গাঁজাসহ গ্রেপ্তার ২

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি মাটিরাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আসামী মো. লিটন (৩৭) ও নুরুল হুদা (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল মাদকদ্রব্য/অবৈধ অস্ত্র/চোরাচালান উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি কারাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌর এলাকার গাজীনগর মোড়স্থ জনৈক জয়নাল আবেদীনের চা দোকানের সামনে মাটিরাঙ্গা টু গোমতীগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা (মাদকদ্রব্য) সহ আসামী মোঃ লিটন(৩৭), ও নুরুল হুদা (৩০) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী মো.লিটন মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিন মুসলিম পাড়া এলাকার বাসিন্দা মো.হান্নান মিয়ার ছেলে।নুরুল হুদা বেলছড়ি ইউনিয়ন এর মাষ্টার পাড়া ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কামাল হোসেন এর ছেলে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *