Home সারাদেশ প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুশি অসহায় ও দুঃস্থরা 
জুন ১৮, ২০২৪

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুশি অসহায় ও দুঃস্থরা 

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী
নরসিংদী রায়পুরা উপজেলার পাঁচশত অসহায় ও দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৪জুন)দুপুরে উপজেলার চত্বরে ঈদ উপহার বিতরণ করেন,নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম। ঈদ উপহারের মধ্যে ছিল, চাল ১০ কেজি, ২লিটার তেল, ডাল ১ কেজি, পেয়াজ ১কেজি, আলু ২ কেজি ও চিনি ৫০০।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গত ঈদে নরসিংদী জেলায় সর্বমোট ২১০০ জন ব্যাক্তিকে এই ঈদ উপহার প্রদান করা হয় এবং এই ঈদে এর পরিমান আরও বাড়ানো হবে ইতোমধ্যে নরসিংদী জেলার চারটি উপজেলায় ঈদ উপহার করা হয়েছে এবং বাকি দুটি উপজেলা পলাশ এবং শিবপুরে ঈদের পূর্বেই ঈদ উপহার বিতরণ করা হবে। তাছাড়া তিনি অসহায়, দুঃস্থ মানুষের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী নরসিংদী জেলার অসহায় ও দুঃস্থ মানুষের ভাগ্যোন্নয়নে নরসিংদী জেলা প্রশাসন নিরন্তর চেষ্টা চালিয়ে যাবে এবং সব ধরনের বিপদে আপদে আপনাদের পাশে থাকবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *