Home খেলা বিচ্ছেদের পথেই হাঁটছেন হার্দিক-নাতাশা?
জুন ১৩, ২০২৪

বিচ্ছেদের পথেই হাঁটছেন হার্দিক-নাতাশা?

সার্বিয়ান মডেল নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে হার্দিক পান্ডিয়ার বিবাহবিচ্ছেদের গুঞ্জন থামছেই না। যেহেতু এই ব্যাপারে দু’জনের কেউই সরাসরি গণমাধ্যমে কিছু বলেননি বা সামাজিক যোগাযোগমাধ্যমেও কিছু জানাননি, তাই বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা বেড়েই চলেছে।

বিয়ের পর থেকে ইনস্টাগ্রামে নিজের নামের পাশে ‘পান্ডিয়া’ পদবি ব্যবহার করছিলেন নাতাশা। সম্প্রতি নাতাশা সে পদবি সরিয়ে নিলেই শুরু হয় তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন।

সামাজিক মাধ্যমে এতদিন হার্দিক, নাতাশা ও এই দম্পতির পুত্র অগস্ত্যকে বহুবার এক ফ্রেমে দেখা গেছে। স্ত্রী ও সন্তানকে নিয়ে কাটানো মুহূর্তগুলো দেখিয়ে ধরা দিতেন হার্দিক। নাতাশাও একইভাবে পরিবারের ছবি শেয়ার করতেন। কিন্তু ইদানিং শুধু ছেলে অগস্ত্যকে নিয়ে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছেন তিনি। বিবাহবিচ্ছেদের গুঞ্জনের পালে হাওয়া দেওয়ার জন্য যা যথেষ্ট।

যদিও নেটিজেনদের মধ্যে কেউ কেউ আবার মনে করছেন, আইপিএলে হার্দিকের বাজে পারফরম্যান্স নিয়ে আলোচনা ঢাকতেই বিচ্ছেদের সাজানো নাটক করছে এই দম্পতি।

হার্দিক-নাতাশা দম্পতি কি সত্যিই বিচ্ছেদের দিকে এগিয়ে যাচ্ছেন নাকি সবই নেটিজেনদের জল্পনা, তা অবশ্য এখনই জানার কোনো উপায় নেই। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন হার্দিক।

প্রসঙ্গত, ২০২০ সালে কিছুটা তাড়াহুড়ো করেই সার্বিয়ান মডেল-অভিনেত্রী নাতাশাকে বিয়ে করেন হার্দিক। সে বছরের জুলাইতে তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান অগস্ত্য। পরে ২০২৩ সালে রাজস্থানের উদয়পুরে ঘটা করে হয় তাদের বিয়ের অনুষ্ঠান।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *