Home অপরাধ গুইমারায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১
জুন ৫, ২০২৪

গুইমারায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় (০৩ জুন) সোমবার খাগড়াছড়ির পুলিশ সুপারের দিকনির্দেশনায় গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আরিফুল আমিনের তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম ভূইয়ার নের্তৃত্বে গুইমারা থানার একটি চৌকস দল গুইমারা থানাধীন ০১ নং গুইমারা সদর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের পূর্ব যৌথ খামার হেডম্যানপারা এলাকার উগ্য মারমার বসত ঘরের সামনে হইতে আসামী উগ্য মারমাকে অবৈধ মাদকদ্রব্য ০১ (এক) কেজি ১২০(একশত বিশ) গ্রাম গাঁজাসহ আটক করে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়গুইমারা থানাধীন ০১ নং গুইমারা ইউপির ০৭ নং ওয়ার্ডের পূর্ব যৌথ খামার হেডম্যানপারার মৃত মথ (প্রকাশ) মউ মারমা ছেলে।

গুইমারা থানার (ওসি) মোঃ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত আসামীর বিরুদ্ধে গুইমারা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।আর এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *