Home বিনোদন অনন্ত-রাধিকার ‘সেকেন্ড প্রি-ওয়েডিং’-এ কেটি পেরি নিলেন ৪০ লাখ ডলার
জুন ২, ২০২৪

অনন্ত-রাধিকার ‘সেকেন্ড প্রি-ওয়েডিং’-এ কেটি পেরি নিলেন ৪০ লাখ ডলার

ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান হয়েছে ইউরোপের একটি বিলাসবহুল ক্রুজে। যেখানে তারকাদের ধামাকাদার পারফরম্যান্স দিয়ে আলোকিত ছিলো মঞ্চ। গতকাল পারফর্ম করেছেন মার্কিন গায়িকা কেটি পেরি। এর জন্য তিনি নিয়েছেন ৪০ লাখ ডলার অর্থাৎ ৪৬ কোটি ৯২ লাখেরও বেশি টাকা।

হিন্দস্তিান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ছেলের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানে কেটি পেরির পারফরম্যান্সের জন্য মুকেশ আম্বানিকে গুনতে হয়েছে ৪০ লাখ ডলার। কেটির পারফরম্যান্সের সময় ৮০০ অতিথি উপস্থিত ছিলেন। এর আগে সেখানে পারফর্ম করেছে ব্যাকস্ট্রিট বয়েজ।

কেটি পেরির পারফরম্যান্সের ভিডিও ইতিমধ্যেই সোশ্যালে ভাইরাল। নেটিজেনরা খুশি সেই ভিডিও দেখে। একজন লিখেছেন, ‘কেটি পেরিকে পারফর্ম করতে দেখে দারুণ লাগছে। মা হওয়ার পরেও একই রকম সুন্দর আছেন গায়িকা।’ অনেকে প্রশংসা করেছেন গায়িকার মেটালিক ড্রেসের।

জামনগরের প্রাক্‌বিবাহ অনুষ্ঠানের মতোই তাবড় সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন এই দ্বিতীয় প্রাক্‌বিবাহ অনুষ্ঠানে। অনন্ত-রাধিকার ক্রুজ ফেস্টিভ্যাল ছিল একটা গ্র্যান্ড অ্যাফেয়ার। শাহরুখ খান, সালমান খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, রণবীর সিং, সারা আলি খান, অনন্যা পান্ডে, এম এস ধোনিসহ একাধিক তারকা অতিথি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

এর আগে অনন্ত-রাধিকার প্রথম প্রাক্‌বিবাহ অনুষ্ঠানে জামনগরে পারফর্ম করেছিলেন রিহানা। তিনি এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নিয়েছিলেন ৪৪ কোটি রুপি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *