Home খেলা বাংলাদেশের প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের প্রশংসা করলেন ভারতীয় তারকা
জুন ২, ২০২৪

বাংলাদেশের প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের প্রশংসা করলেন ভারতীয় তারকা

শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চার ছক্কার হইহই রইরই। বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে আজ সকালে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় কানাডা।

এই ম্যাচে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও হার এড়াতে পারেনি আইসিসির সহযোগী সদস্য দল কানাডা। যুক্তরাষ্ট্র ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায়। এই জয়ে দুই পয়েন্ট পেল বিশ্বকাপের সহআয়োজকরা।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের জয়ে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন অ্যারন জোন্স। তিনি মাত্র ৪০ বল খেলে ৪টি চার আর ১০টি ছক্কার সাহায্যে ৯৪ রানের ঝলমলে ইনিংস খেলেন।

এই ম্যাচের আগে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশকে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ এবং বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের নান্দনিক পারফরম্যান্সে মুগ্ধ ভারতীয় তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

তিনি বলেছেন, ‘সিটল অর্কাসের ক্রিকেটার অ্যারন জোন্স আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আলোকিত করলেন। যুক্তরাষ্ট্র দেখিয়ে দিচ্ছে বিশ্বকাপের আগে কেন তারা বাংলাদেশকে সিরিজ হারাতে সমর্থ হয়েছে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *