Home সারাদেশ ঝালকাঠি জেলা প্রানীসম্পদ দপ্তরের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত।
জুন ১, ২০২৪

ঝালকাঠি জেলা প্রানীসম্পদ দপ্তরের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত।

তাইফুর রহমান, ঝালকাঠি প্রতিনিধিঃ-
“স্বাস্থ্য, মেধা,শক্তি চান প্রতিদিন দুধ খান” এই স্লোগান নিয়ে ঝালকাঠিতে পালিত হলো বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪। এসময় প্রান্তিক পর্যায়ের দুগ্ধ খামারিদের নিয়ে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় জনসাধারণের মাঝে প্যাকেটজাত দুধ ও টি-শার্ট বিতরন করেন ঝালকাঠি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বখতিয়ার উদ্দিন। তিনি জনসাধারণের মাঝে দুধ ও দুগ্ধ জাত পন্য খেতে উৎসাহ প্রদান করেন, আগামীকাল ২রা জুন রবিবার সুগন্ধিয়া মডেল মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে দুধ ও টি শার্ট বিতরন করবেন বলে জানা গেছে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রানীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা সুরভি আক্তার, উপ-সহকারী প্রানীসম্পদ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, মো: মোশারফ, মো: সাইফুল ইসলাম,মো: খায়রুজ্জামান, মো: মিজানুর রহমান, মো: রুবেল আশ্রাব, এলএফএ, শাহরিয়ার আজম এলএফএ, এসময় আরো উপস্থিত ছিলেন ভিশন ড্রাগস লিমিটেড এর সিনিয়র এরিয়া ম্যানেজার মশিউর রহমান রাসেল, মার্কেটিং এক্সিকিউটিভ মোঃ বাহাদুর খান সহ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিগন, এআই টেকনিশিয়ান,এলএসপি কর্মী গন উপস্থিত ছিলেন সার্বিক অর্থয়ানে ছিলেন এলডিডিপি প্রকল্প।
জানা যায় দুগ্ধখাতের কার্যক্রম বাড়াতে ২০০১ সালে এফএও ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। ওই বছর থেকে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়ে আসছে।
দিবসটি উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তায় প্রাণিসম্পদ অধিদপ্তর বেশকিছু পরিকল্পনা ও কার্যক্রম হাতে নিয়েছে। এ ছাড়া এ খাতের বেসরকারি কোম্পানিগুলোও বেশকিছু কর্মসূচি পালন করছে। পাশাপাশি এদিন প্রতিটি জেলা সদরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দিবসটি পালিত হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *