Home খেলা ‘বিশ্বকাপ জয়ই আমাদের একমাত্র লক্ষ্য’
Mei ২১, ২০২৪

‘বিশ্বকাপ জয়ই আমাদের একমাত্র লক্ষ্য’

আগামী মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে ইংল্যান্ডে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। বিশ্বকাপের আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন নিয়োগ পাওয়া কোচ গ্যারি কারস্টেন।

বিশ্বকাপের আগে পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম বলেছেন, সত্যি কথা বললে আমরা বিশ্বকাপ জয়ের টার্গেট নিয়েই এসেছি। আশা করছি ভালো কিছু হবে।

নতুন কোচ গ্যারি কারস্টেন সম্পর্কে এই তারকা অলরাউন্ডার বলেন, ‘আজ সকালে আমরা তার সাথে কথা বলেছি, তিনি গতকাল এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাকে একজন ভালো কোচ বলে মনে হচ্ছে। বিশ্বজুড়ে তার অনেক সুনাম রয়েছে। তার অধীনে ২০১১ সালে ভারত বিশ্বকাপ জিতে। তিনি দক্ষিণ আফ্রিকা জাতীয় দলেরও কোচ ছিলেন। তিনি আইপিএলের দলগুলোকে কোচিং করিয়েছেন, কোচিং ক্যারিয়ারে তিনি খুব অভিজ্ঞ। আশা করছি আমরা তার অধীনে ভালো কিছু করতে পারব।

চলতি মাসেই আয়ারল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় হেরে যায় পাকিস্তান। আয়ারল্যান্ডের মতো তুলনামূলক দলের বিপক্ষে হেরে যাওয়া প্রসঙ্গে ইমাদ ওয়াসিম বলেন, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারিনি যে কারণে হেরেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে হার আমাদের জন্য বড় ধাক্কা । সেই হারের পর আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছি।

ইমাদ আরও বলেন, বিশ্বকাপে আমাদের নিজেদের ওপর ফোকাস করতে হবে। আমরা যদি আমাদের সমস্যা সংশোধন করে হার্ডহিটিং ক্রিকেট খেলতে পারি তাহলে বিশ্বকাপ জয় পাওয়া সম্ভব।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *