Home সারাদেশ নলছিটিতে মোটরসাইকেল প্রতীকের কর্মীদের ওপর আনারস প্রতীকের কর্মীদের হামলার অভিযোগ, আহত ৫
Mei ২১, ২০২৪

নলছিটিতে মোটরসাইকেল প্রতীকের কর্মীদের ওপর আনারস প্রতীকের কর্মীদের হামলার অভিযোগ, আহত ৫

তাইফুর রহমান, নলছিটি (ঝালকাঠি)প্রতিনিধি  :
ঝালকাঠির নলছিটি উপজেলার সেওতা বাজারে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন খান সেলিমের কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তছলিম উদ্দিন চৌধুরীর সমর্থক কুশংগল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন শিকদারের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এতে সালাউদ্দিন খান সেলিমের পাঁচজন কর্মী আহত হয়। এছাড়াও একটি দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে।
সালাউদ্দিন খান সেলিম অভিযোগ করেন, রাতে বাজারে অবস্থান করছিল তাঁর কর্মী সমর্থকরা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার বহিরাগত লোকজন নিয়ে অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়। এতে স্থানীয় বাসিন্দা মোতালেব গাজী, শহিদ বেপারী ও সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানসহ ৫ জন আহত হয়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *