Home অপরাধ সাবেক এমপি সুলতানার বিরুদ্ধে প্রতিবেদন ২০ জুলাই
Mei ২৬, ২০২৩

সাবেক এমপি সুলতানার বিরুদ্ধে প্রতিবেদন ২০ জুলাই

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘উসকানিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগের মামলায় সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন) ও জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

২০২২ সালের ৬ নভেম্বর রাজধানীর পল্টন থানায় সুলতানার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। ওইদিন বরিশালে বিএনপির সমাবেশ থেকে ঢাকায় ফেরার পর গুলশানে যাওয়ার পথে সুলতানাকে আটক করে র‌্যাব-৩। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেন সুলতানা আহমেদ। সেখানে তিনি ‘উসকানিমূলক ও আপত্তিকর’ কথা বলেন। এছাড়া দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ স্বাধীনতাযুদ্ধ ও বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন তিনি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *