নলছিটিতে চোর সন্দেহে গনপিটুনিতে নিহত- ১
তাইফুর রহমান, নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে গনপিটুনিতে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার(২০মে) রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ভৈরবাপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ভৈরবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের এলেম গাজীর বাড়িতে সোমবার রাত আনুমানিক দুইটার দিকে সিদ কেটে ঘরে উঠতে গেলে বাড়ির সদস্যরা টের পেয়ে ডাকচিৎকার করেন। এসময় এলাকাবাসী ছুটে এসে তাকে ধরে গনপিটুনি দিলে সে গুরুত্বর আহত হয়। স্থানীয় চৌকিদার তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যুবকের সাথে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে তার নাম মো.রিয়াজ ফকির(২৪)। সে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালি গ্রামের বাসিন্দা নুরু ফকিরের পুত্র। এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।