বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পল্লি, প্রশ্ন রিজভীর
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পল্লি? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকেরা কেন ঢুকবে’ বক্তব্যের সমালোচনা করে রিজভী এই প্রশ্ন তোলেন।
আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহায়তা দেওয়া উপলক্ষে এক অনুষ্ঠানে রিজভী এই প্রশ্ন তোলেন। ফরিদপুরের মধুখালীতে দুই শ্রমিক ভাইকে পিটিয়ে হত্যা করা হয়। তাঁদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আজ নগদ অর্থসহায়তা দেওয়া হয়।
রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংক জনগণের আমানত রক্ষাকারী প্রতিষ্ঠান। এখানে সাংবাদিকেরা তো যেতে পারেন। সাংবাদিকেরা দুবাই, মালয়েশিয়া, কানাডায় বাড়ি করেননি। যে মাফিয়ারা জনগণের পকেট কেটে অর্থবিত্তের মালিক হয়ে বিভিন্ন দেশে বিলাসে মগ্ন, তাদের কথা যেন দেশবাসী অথবা আন্তর্জাতিক সম্প্রদায় জানতে না পারে, সে জন্য সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশের মানুষ একটা শূন্য গহ্বরের ভেতরে বসবাস করছে। পায়ের নিচে মাটি নেই। শুধু ব্যাংক থেকেই ১২ হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে। হাজার কোটি টাকা লোপাটকারীরা ক্ষমতাঘনিষ্ঠ মানুষ।