Home বিনোদন নতুন যে সিনেমায় ফারিয়া
Mei ২৬, ২০২৩

নতুন যে সিনেমায় ফারিয়া

দেশের চেয়ে কলকাতার সিনেমায় বেশি দেখা যায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। সে ধারাবাহিকতায় সম্প্রতি সেখানকার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। শিগ্গির এ সিনেমার শুটিংও শুরু করবেন বলে জানা গেছে। নাম ঠিক না হওয়া এ সিনেমাটি পরিচালনা করছেন বাবা যাদব। এতে নায়ক হিসাবে অভিনয় করবেন সোমরাজ মৈত্রী। নতুন সিনেমা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘এর গল্প দারুণ। আমার চরিত্রটিও অসাধারণ। এখন এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। আমার বিশ্বাস সিনেমাটি দর্শক পছন্দ করবেন।’

এদিকে সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আবার বিবাহ অভিযান’ নামে একটি সিনেমা। এটি তারই আগে অভিনীত ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়াল। গত কিছুদিন ধরে নায়ক অঙ্কুশকে নিয়ে কলকাতায় এ সিনেমার প্রচারণায় ব্যস্ত ছিলেন ফারিয়া। প্রচারণা শেষে গতকাল দেশে ফিরেছেন।

অন্যদিকে বাংলাদেশে কিছুদিন আগে ‘ফুটবল ৭১’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এতে তার সঙ্গে দীর্ঘদিন পর জুটি বেঁধে অভিনয় করেছেন আরেফিন শুভ। সিনেমাটি চলতি বছর মুক্তি দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি তার অভিনীত ‘মুজিব : একটি জাতির রূপকার’ নামে একটি সিনেমাও আছে মুক্তির অপেক্ষায়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *