Home বিনোদন আশিষের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন প্রথম স্ত্রী
Mei ২৬, ২০২৩

আশিষের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন প্রথম স্ত্রী

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী ৬০ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কারজয়ী এ অভিনেতা।

রুপালিকে বিয়ে করার আগে দীর্ঘ সময় তিনি সংসার করেছেন রাজোশি বড়ুয়ার সঙ্গে। অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজোশির সঙ্গে লম্বা দাম্পত্য জীবনের পর ছাড়াছাড়ি হয় তাদের। এক পুত্রসন্তান রয়েছে তাদের। নাম অর্থ বিদ্যার্থী।

সাবেক স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে গত ১৭ ঘণ্টায় দুবার ইনস্টাগ্রামে পোস্ট দেন, সেখানেই জীবন নিয়ে মুখ খোলেন রাজোশি।

রাজোশি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন— ‘যে মানুষেরা তোমার কাছের, সে কখনো জিজ্ঞেস করবে না, তাদের কাছে তোমার মূল্য ঠিক কতটা। সে এমন কোনো কাজ করবে না, যাতে তুমি কষ্ট পাও।’

তিনি আরও লেখেন, ‘যাবতীয় দুর্ভাবনা এবং সন্দেহ দূর হয়েছে। ধন্দ কেটে গিয়ে সব কিছু স্পষ্টভাবে ধরা দিচ্ছে। জীবনে শান্তি ও স্থিতি আসুক। তুমি নিজে যথেষ্ট শক্তিশালী। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নতুন করে শুরু করতে হবে।’

শেষে তার সংযোজন, ‘জীবন নামের গোলকধাঁধায় হারিয়ে যেও না।’

কলকাতার এক নামি ফ্যাশন হাউসে চাকরি করেন পাত্রী রুপালি বড়ুয়া, তিনি আসামের মেয়ে।

বিয়ের পর্ব সেরে অভিনেতা বলেন, জীবনের এই পর্যায়ে রুপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। বৃহস্পতিবার সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তার পর সন্ধ্যায় গেট-টুগেদার।’

১৯৮৬ সালে অভিনয় জীবনের সফর শুরু আশিষ বিদ্যার্থীর। গত চার দশকে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারতীয় ১১টি ভাষার সিনেমাতে কাজ করেছেন তিনি

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *