Home সারাদেশ প্রতীক পেলেন খুলনার ৪ মেয়রপ্রার্থী
Mei ২৬, ২০২৩

প্রতীক পেলেন খুলনার ৪ মেয়রপ্রার্থী

খুলনা সিটি কপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থী প্রতীক পেয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা প্রতীক নেন। এর পর তারা আনুষ্ঠানিক প্রচার শুরু করেন।
এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. আবদুল আউয়াল, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এসএম শফিকুল ইসলাম মধু ও গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টি মনোনীত প্রার্থী এসএম সাব্বির হোসেন। এ নির্বাচনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার মেয়রপ্রার্থীসহ ১৭৯ জন।

প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জনগণ নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দেবে। বিগত সময়ে শেখ হাসিনার সরকার খুলনায় যে উন্নয়ন করেছে তা নগরবাসী প্রত্যক্ষ করেছে। এর পর তিনি নগরীর নিউমার্কেট এলাকা থেকে প্রচারণা শুরু করেন।

জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেন, ওয়ার্ডভিত্তিক সুষম উন্নয়ন ও মাদকমুক্ত খুলনা সিটি করতে জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দেবে মানুষ।

গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে সাধারণ কাউন্সিলর পদে ১২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ ছাড়া সাধারণ ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী রয়েছেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *