Home বিনোদন মা দিবসে মেয়েকে সামনে আনলেন পরী
Mei ১৩, ২০২৪

মা দিবসে মেয়েকে সামনে আনলেন পরী

ঢালিউড নায়িকা পরীমণির ঘরে এসেছে  কন্যাসন্তান।, যার বয়স মাত্র ৯ দিন! একমাত্র ছেলে পদ্মর বয়স এখনো দুই বছর হয়নি, এরমধ্যে এই মেয়েকে তিনি দত্তক নিয়েছেন। মা দিবসে পরী তার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে প্রকাশ্যে আনলেন।

রোববার (১২ মে) ছেলে শাহীম মোহাম্মদ পদ্ম এবং মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন পরীমণি।

416021943_371176015520287_7786537052441221016_n

৯ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করে পরী ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি মাদার্স ডে টু মি। আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি।’

ভিডিও বার্তায় দেখা গেছে, পরীমণির ছেলে পদ্ম ছোট বোনকে আদর করছে। যদিও মেয়ের মুখ ভালোভাবে দেখাননি পরী। বোঝাই যাচ্ছে বেশ ঘটা করেই মেয়েকে দেখাবেন এই অভিনেত্রী।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *