Home খেলা মা এই দুনিয়ায় তোমার হাসিতে আমি বেহেশত দেখেছি: হৃদয়
Mei ১২, ২০২৪

মা এই দুনিয়ায় তোমার হাসিতে আমি বেহেশত দেখেছি: হৃদয়

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয়। ক্রিকেটার হওয়ার পেছনে তার মায়ের অবদানের কথা অনেকের জানা। আজ (রোববার) বিশ্ব মা দিবস। আর এই বিশেষ দিনে মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খোলা চিঠি লিখেছেন হৃদয়। যেখানে মাকে নিয়ে বেশ আবেগঘন হয়েছেন এই টাইগার ক্রিকেটার।

মায়ের কাছে লেখা খোলা চিঠিতে হৃদয় লেখেন, ‘আমার জন্মদিনের দিন প্রথম খবর পাই তোমার ক্যানসার। সেদিন প্রথম বুঝতে পারলাম পুরো পৃথিবীর বিনিময়ে হলেও আমার তোমাকেই দরকার। এরপর তোমার সেই কষ্টের পুরোটা জার্নি ছিলো আমার চোখের সামনে। তোমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কতো চোখের পানি ফেলেছি তার হিসাব নেই।’

তিনি আরও লেখেন, ‘তুমি ঘুম থেকে উঠে আমার চোখ ভেজা দেখবে বলে নিজেই আবার সেই চোখের পানি মুছেছি। তুমি ক্যানসারের সঙ্গে লড়াই করেছো, আমি প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ের সঙ্গে লড়াই করেছি। কিন্তু এই শক্তির পুরোটাই যে পেয়েছি তোমাকে দেখে মা।’

মাকে সর্বোৎকৃষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান উল্লেখ করে জাতীয় দলের এই ক্রিকেটার আরও লেখেন, ‘তোমাকে দেখে বুঝতে শিখেছি একজন নারীর কতোটা ত্যাগ করতে হয়, একজন মায়ের কতোটা পরিশ্রম করতে হয়, একজন মেয়ের কতোটা সৎ হতে হয়। তুমি যে আমার সর্বোৎকৃষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান!’

হৃদয় লেখেন, ‘পরকালে মায়ের পায়ের নিচে জান্নাত হলেও, এ দুনিয়ায় তোমার হাসিতে আমি বেহেশত দেখেছি। তুমি হাসি-খুশি থাকো, সুস্থ থাকো, প্রতিটি মোনাজাতে এটাই আমার সবথেকে বড় চাওয়া।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *