Home খেলা ফেড কাপের ফাইনালে মোহামেডান
Mei ৯, ২০২৪

ফেড কাপের ফাইনালে মোহামেডান

মুন্সীগঞ্জের গ্যালারিতে কয়েক শ দর্শক সাদাকালো পতাকা হাতে। কয়েক দিন আগের মতো রোদের তাপ নেই বলে সমর্থকরা লাফালাফি করেও থেমে গেল, মোহামেডান গোল হজম করেছে। ফেডারেশন কাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল পুলিশের বিপক্ষে। দ্বিতীয়ার্ধে কিছু বুঝে উঠার আগেই গোল হজম করে পিছিয়ে যায় মোহামেডান। ৪৭ মিনিটে উজবেকিস্তানের ফরোয়ার্ড আখররবেক উকতামভ দর্শনীয় গোল (১-০) করে পুলিশকে প্রথমবারের মতো ফাইনালে উঠার স্বপ্ন দেখাচ্ছিলেন। সেই স্বপ্ন ভেঙে খান খান করে দিতে খুব বেশি সময় লাগেনি মোহামেডানের।

বিতীয়ার্ধে মোহামেডান ঝলসে উঠল। গোল ফিরিয়ে দিল, ম্যাচ জয়ের গোলও করল। আর তাতেই মোহামেডান ২-১ গোলে পুলিশকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়ে গেল। মোহামেডান সমর্থকরা আনন্দে আত্মহারা। লাফালাফি করে কেউ মাঠে ঢুকে গেলেন। মোহামেডান ফুটবলাররা ঢাকায় ফেরার বাসে উঠতে গেলে সেখানেও সমর্থকদের ভিড় সামাল দিয়ে উঠতে হয়। ছবি তোলার জন্য সমর্থকরা ভিড় করে।

৬৮ মিনিটে নাইজেরিয়ার এমানুয়েল সানডের গোলে সমতা আনে মোহামেডান, ১-১। ৭৯ মিনিটে শারিয়ার ইমনের দর্শনীয় হেড (২-১) পুলিশের গোলরক্ষক বুঝে উঠতে পারেননি। লিগের ফিরতি পর্বে ড্র করে পয়েন্ট হারানোর প্রতিশোধটাও নিয়ে নিল মোহামেডান। ফেডারেশন কাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন তারা। গতবার কুমিল্লায় টাইব্রেকিংয়ে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ফাইনাল ২১ মে, ময়মনসিংহে। মোহামেডানের প্রতিপক্ষ নির্ধারণ হবে মুন্সীগঞ্জে বসুন্ধরা-আবাহনীর ম্যাচে ১৪ মে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *