Home জাতীয় পঞ্চগড় সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ
Mei ৮, ২০২৪

পঞ্চগড় সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় খয়খাটপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। পরে তাদের লাশও নিয়ে গেছে ভারতীয় পুলিশ।

আজ বুধবার (৮ মে) সকালে তেঁতুলিয়া উপজেলা খয়খাটপাড়া এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার মাগুড়া গ্রামের জুনু মিয়ার ছেলে জলিল (২৪) ও তিরনইহাট ব্রমতোল গ্রামের কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার। তিনি বলেন, বিষয়টি জানতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কল রিসিভ করেনি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *