Home রাজনীতি ভোটকেন্দ্রে না যাওয়ার আহবান বিএনপির
Mei ৮, ২০২৪

ভোটকেন্দ্রে না যাওয়ার আহবান বিএনপির

সংসদ নির্বাচনের মতো বিরোধী দল বিহীন উপজেলা পরিষদ নির্বাচনেও ভোটকেন্দ্রে না যেতে ভোটারদের প্রতি আহবান জানিয়েছে বিএনপি। বিএনপি বলছে, একতরফার এই উপজেলা নির্বাচনও হচ্ছে ডামি নির্বাচন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচনে ভোট বর্জনসংবলিত দলীয় লিফলেট বিতরণকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই আহবান জানান। তিনি রাজধানীর বনানী এলাকায় পথচারী, যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।

রিজভী বলেন, ‘বুধবার (আজ) থেকে শুরু হচ্ছে উপজেলা নির্বাচনে ভোট। এই ভোট হচ্ছে ডামি ভোট, এই ভোট হচ্ছে প্রহসনের ভোট, এই ভোট হচ্ছে জালিয়াতির ভোট। এই ভোটে জনগণ অংশগ্রহণ করবে না। আমরা সবার প্রতি আহবান জানাই, সারা দেশে আপনাদের যাঁরা আত্মীয়-স্বজন, ভাই-বোন আছেন সবাইকে বলবেন কেউ যেন ভোটকেন্দ্রে না যান।

এই ডামি সরকারকে যেন কেউ সমর্থন না করেন।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, যেভাবে ৭ জানুয়ারির ডামি নির্বাচন তাঁরা বর্জন করেছেন ঠিক একইভাবে এই উপজেলা নির্বাচনও বাংলাদেশের মানুষ বর্জন করবেন। জনগণকে বলব, উপজেলা নির্বাচনকে না বলুন, উপজেলা নির্বাচন বর্জন করুন।’

এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ছাত্রদলের সাবেক নেতা তৌহিদুর রহমান, মহিলা দলের রেহানা সুলতানা আরজুসহ বিএনপি অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *