জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ফরাসউদ্দিন
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, দুর্বল ব্যাংককে ভালো ব্যাংক হিসেবে পরিণত করার আন্তর্জাতিক পদ্ধতি মার্জার বা একীভূতকরণ। একীভূতকরণে উভয় ব্যাংকের সম্মতি থাকতে হবে। জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না।
বৃহস্পতিবার সকালে ইকোনমিক রিপোর্টাস ফোরামের (ইআরএফ) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাবেক গভর্নর বলেন, দুর্বল ব্যাংককে ভালো ব্যাংকে পরিণত করার একমাত্র পথ মার্জার নয়, আরও পথ আছে।
এক প্রশ্নের জবাবে ফরাসউদ্দিন বলেন, বারবার ঋণ পুনঃতফসিল করার কারণে ব্যাংকিং খাতে তারল্য সংকট দেখা দিয়েছে। এই সংকট দূর করতে কেন্দ্রীয় ব্যাংক নানান উপায়ে টাকা ছাপিয়ে মার্কেটে দিচ্ছে— এ কারণেই মূল্যস্ফীতি কমছে না।