Home খেলা জায়েদ খানের ফোন পানিতে ছুঁড়ে ফেললেন সাকিব!
এপ্রিল ৩০, ২০২৪

জায়েদ খানের ফোন পানিতে ছুঁড়ে ফেললেন সাকিব!

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। মাঠ এবং মাঠের বাইরে আলোচনায় থেকেই তিনি। আরও একবার মাঠের বাইরের ঘটনায় আলোচনায় আসলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। চিত্রনায়ক জায়েদ খানের ফোন পানিতে ফেলেছেন সাকিব

৫ সেকেন্ডের এ ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক  যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, জায়েদ খানের সঙ্গে সেলফি তুলছেন সাকিব। এরপর মুখে অবহেলা ও বিরক্তির ছাপ ফুটিয়ে তুলে মুঠোফোন ছুড়ে মারেন সুইমিং পুলের পানিতে। এরপর সোজা হেঁটে যান সামনের দিকে।

এই ঘটনায় শুকিয়ে গেছে জায়েদের মুখ। সুইমিং পুলের পানির দিকে তাকিয়ে হায় হুতাশ করছেন তিনি। ছটফটানি দেখে এটি স্পষ্ট যে মুঠোফোনটি জায়েদের ছিল। ভিডিওটির পারিপার্শ্বিক পরিবেশ দেখে ধারণা করা হচ্ছে, এটি একটি শুটিংয়ের অংশ হয়ে থাকতে পারে। তবে এটি কোনো বাণিজ্যিক কার্যক্রমের অংশ নাকি অন্য কোনো ধরণের শুটিং তা কেউ নিশ্চিত করতে পারেনি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *