Home বিনোদন ‘কালা পানি’র নায়িকার গোপনে বিয়ে
এপ্রিল ২৭, ২০২৪

‘কালা পানি’র নায়িকার গোপনে বিয়ে

আমেরিকান ভিডিও সম্প্রচার পরিষেবা নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘কালা পানি’তে জ্যোৎস্না চরিত্রে অভিনয় করেন আরুশি শর্মা। সোশ্যাল মিডিয়ার তার বিয়ের কিছু ছবি ভাইরাল হয়েছে।

পাত্র বলিউডের কাস্টিং ডিরেক্টর বৈভব বিশান্ত। হালফিলের ‘ময়দান’, ‘বড় মিঞা ছোট মিঞা’ সিনেমার কাস্টিং করেছেন তিনি।

আরুশির জন্ম হিমাচল প্রদেশের শিমলায়। তার মা ও বাবা দুজনই আইনজীবী। অভিনেত্রী নিজে ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন। চাকরিও করছিলেন। কিন্তু তার ভাগ্যে ছিল গ্ল্যামার জগত।

গত ১৮ এপ্রিল হিমাচল প্রদেশে আরুশি ও বৈভব ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন। বিয়েতে শুধু তাদের পরিবারের লোকজন এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন।

বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর ভক্তরা তাদের ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *