Home অপরাধ রাজাপুরে নারী ইউপি সদস্যের হামলায় প্রবাসির স্ত্রী রক্তাক্ত জখম।
এপ্রিল ২৫, ২০২৪

রাজাপুরে নারী ইউপি সদস্যের হামলায় প্রবাসির স্ত্রী রক্তাক্ত জখম।

তাইফুর রহমান,ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালি সোনালী মোড় এলাকার স্থানীয় গালুয়া ইউপির সংরক্ষিত ইউপি সদস্য লিমা আক্তার মালা ও তার স্বামী বদিউজ্জামান বদু পাশের বাড়ীর শারমিন আক্তার (২৩) নামে এক প্রবাসীর স্ত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। শারমিন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই নারী গৃহবধূ রাজাপুর থানায় লিখিত অভিযোগ দেন। শারমিন সৌদি প্রবাসী শেখ তুশারের স্ত্রী। রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন শারমিন আক্তার জানান, সোমবার বিকেলে একটি মুরগি প্রতিবেশী ইউপি সদস্য লিমা আক্তার মালার ঘরে প্রবেশ করলে মুরগির পা ভেঙে দেয়। মুরগির পা ভাঙার কারন জানতে গেলে ক্ষিপ্ত হয়ে মালা ও বদু দুজনে মিলে দেশীয় অস্ত্র দিয়ে শারমিনের মাথায় আঘাত করে। এছাড়া তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়। বুধবার রাতে ছাড়পত্র নিয়ে শারমিন বাসায় অসুস্থ অবস্থায় রয়েছে। এ দিকে একটি পক্ষ আসামীদের বাচাঁনোর জন্য শারমিন ও তার মাকে অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করছে বলে জানান শারমিন। অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য লিমা আক্তার মালা ও তার স্বামী বদিউজ্জামান বদু জানান, ঘরে ইটপাটকেল নিক্ষেপ ও গালমন্দের প্রতিবাদ করায় কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে, তার মাথা ফাটানো হয়নি।
রাজাপুর থানার এসআই সোয়াইব হোসেন জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান, ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *