নবগঙ্গার পাড়ে পড়ে আছে জুতা, খোঁজ নেই জুবাইদার
নড়াইলের লোহাগড়ায় জুবাইদা নামে দুই বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের গৌফাডাঙ্গা এলাকায় নবগঙ্গা নদীর পাড় থেকে নিখোঁজ হয় ওই শিশু। দিনব্যাপী উদ্ধার অভিযান চালিয়েও শিশুটির কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ শিশু জোবাইদা গৌফাডাঙ্গা গ্রামের মো. শরিফুল ইসলামের মেয়ে।
নিখোঁজের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিল জুবাইদা। এসময় শিশুটিকে উঠানে রেখে কিছুক্ষণের জন্য বাজারে যায় তার বাবা। আর মা ঘরের কাজে ব্যস্ত থাকায় মেয়ের দিকে খেয়াল করেননি। পরে বাজার থেকে ফিরে এসে বাবা দেখেন শিশুটি বাড়িতে নেই। খুঁজতে গিয়ে বাড়ির পাশের নবগঙ্গা নদীর তীরে মেয়ের জুতা পড়ে থাকতে দেখেন তিনি। এসময় বাবা শরিফুলের কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে প্রাথমিকভাবে নবগঙ্গা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজ না পেয়ে এক পর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দিলে লোহাগড়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সঙ্গে প্রাথমিকভাবে নদীতে খোঁজাখুঁজি করে। পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। তবে দিনব্যাপী নদীতে উদ্ধার অভিযান চালালে নিখোঁজ শিশুটির সন্ধান পাওযা যায়নি।
এ বিষয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, নিখোঁজ শিশুটি নদীতে ডুবে গেছে কি না তা ঠিক করে বলতে পারছেন না পরিবারের লোকজন। তবে খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস এবং খুলনা থেকে আসা একটি ডুবুরি দল সারাদিন নদীতে খোঁজখুঁজি করেছে। কিন্তু নিখোঁজ মেয়েটির কোনো সন্ধান পায়নি।