Home রাজনীতি বিএনপি নেতা আমান কারামুক্ত
Mac ২৫, ২০২৪

বিএনপি নেতা আমান কারামুক্ত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান জামিনে মুক্তি পেয়েছেন।

রোববার (২৪ মার্চ) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি মুক্তি পেয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১৩ বছরের দণ্ডিত কারাবন্দি বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে গত বুধবার জামিন দেন আপিল বিভাগ। তবে বিদেশে যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে। দণ্ড বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার পর জামিন চেয়ে আমানের করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ।

এর আগে এই মামলায় দণ্ডপ্রাপ্ত আমান উল্লাহ আমান গত বছরের ১০ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ-১ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করার পর তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *