খাগড়াছড়িতে পিকআপ ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে যুবলীগ নেতা নিহত
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুল মালেক মিলন নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার মুক্তা ধর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মিলন ৬ নম্বর পৌর ওয়ার্ড যুবলীগের দফতর সম্পাদক এবং খাগড়াছড়ি পৌরসভার শালবন মোহাম্মদপুর এলাকার রহিম উদ্দিনের ছেলে।
পুলিশ সুপার জানান, সকালে খাগড়াছড়ি থেকে মোটরসাইকেলে করে চট্টগ্রাম যাওয়ার পথে জালিয়াপাড়া হাফছড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিলন গুরুতর আহত হন। উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিলনের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় গুইমারা থানায় মামলা হবে বলে জানান তিনি। পুলিশ সুপার।