Home সারাদেশ মই বসিয়ে মহাসড়ক পার করানো সেই যুবক আটক
Mac ১৮, ২০২৪

মই বসিয়ে মহাসড়ক পার করানো সেই যুবক আটক

নারায়ণগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মই বসিয়ে টাকার বিনিময়ে পথচারীদের ডিভাইডার পার করা সেই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৭ মার্চ) রাতে তাকে আটক করে কাঁচপুর হাইওয়ে থানা।

ভিডিওটি যেখানে ধারণ করা তার পাশেই সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। ওই জায়গায় পথচারীদের পারাপারে দুটি পদচারী–সেতু রয়েছে। পাশেই রয়েছে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্প। ভিডিও ছড়িয়ে পড়ার সন্ধ্যায় অভিযুক্ত এক তরুণকে মইসহ আটক করেছে পুলিশ।

আটক রবিউল হোসেন (২৬) চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার বাসিন্দা। ১৫ দিন ধরে তিনি সিদ্ধিরগঞ্জের শিমরাইলে তাঁর বোনের বাড়িতে বেড়াতে আসেন বলে জানিয়েছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণ–পূর্বাঞ্চলের ২১টি জেলার যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ আট লেনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মালবাহী কাভার্ড ভ্যান, যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। ব্যস্ততম মহাসড়ক যত্রতত্র ঝুঁকি নিয়ে পারাপারের কারণে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। পথচারীদের পারাপারে এই মহাসড়কের শিমরাইলে দুটি পদচারী–সেতু রয়েছে। তারপরও পথচারীরা পদচারী–সেতু দিয়ে মহাসড়ক পারাপার না হয়ে ঝুঁকি নিয়ে বিভাজক টপকে পারাপার হন। সড়ক ও জনপথ কাঁচপুর সেতু থেকে কুয়েত প্লাজা পর্যন্ত বিভাজককে উঁচু করে দেয়। এতে বিভিন্ন গন্তব্য থেকে আসা যাত্রী ও পথচারীদের একটু ঘুরে মহাসড়কে পার হতে হয়। একটু কষ্ট এড়াতে অসাধু কিছু লোক ৫-১০ টাকার বিনিময়ে ঝুঁকি নিয়ে পথচারীদের মই দিয়ে মহাসড়কের বিভাজক পারাপারের ব্যবস্থা করেন।

কাঁচপুর হাইওয়ে থানাধীন শিমরাইল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. শরফুদ্দিন বলেন, যাত্রীদের মই দিয়ে সড়ক বিভাজক পারাপার করার একটি ভিডিও রোববার ভাইরাল হয়েছে। অথচ পাশেই দুটি পদচারী–সেতু রয়েছে। যাত্রীরা পদচারী–সেতু ব্যবহার না করে মই দিয়ে ঝুঁকি পারাপার হচ্ছিলেন। পুলিশের অজান্তে ওই তরুণ এমন কাজ করছিল। তিনি বলেন, অভিযুক্ত রবিউল হোসেনকে মইসহ আটক করে সিদ্ধিরগঞ্জ থানা–পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, যাত্রী ও পথচারীদের পারাপারে দুটি পদচারী–সেতু রয়েছে। সেগুলো ব্যবহার এভাবে মহাসড়ক পারাপার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় দুর্ঘটনা ও প্রাণহানি হতে পারে। যাত্রীদের সচেতন হতে হবে। কেউ যাতে মহাসড়কে এ ধরনের কাজ করতে না পারেন, সে জন্য হাইওয়ে পুলিশের তৎপরতা বাড়াতে হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *