মানিকছড়িতে বালু উত্তোলন, একজনকে ৭ দিনের কারাদণ্ড
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে উপজেলার দশবিল এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।
এ সময় যোগ্যাছোলা ইউনিয়নের দশবিল এলাকার মৃত্যু শামসুল হকের পুত্র মো. আবুল কাশেম (৩৭) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪(ছ) ধারার অপরাধে ১৫(১) ধারায় দোষি সাব্যস্ত করে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার( ভূমি) শাহীনা নাছরিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতে অপরাধী মো. আবুল কাশেমকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।