Home বিনোদন আমি অভিনেতা, অভিনয়ই আমার কাজ – অপূর্ব
ফেব্রুruari ২৫, ২০২৪

আমি অভিনেতা, অভিনয়ই আমার কাজ – অপূর্ব

ছোট পর্দার বড় নাম জিয়াউল ফারুক অপূর্ব। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে ইতোমধ্যেই দর্শকদের হৃদয়ে স্থান করে নেওয়া এই অভিনেতাকে এবার দেখা যাবে ইউএনওর চরিত্রে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) স্ট্রিমিং প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘ইউএনও স্যার’। যেখানে দেশের একটি উপজেলার ইউএনওর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।

ওয়েব ফিল্মটির মুক্তি উপলক্ষে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে কালবেলার মুখোমুখি হন অপূর্ব। তিনি জানান, চরিত্রটির জন্য তাকে বিশেষ প্রস্তুতি নিতে হয়েছিল। লুকে পরিবর্তন আনাসহ ৫-৭ কেজি ওজনও বাড়াতে হয়েছিল।

এরপর বড় পর্দায় নিজের অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘ছোট পর্দার তারকাদের নিয়ে বড় পর্দার প্রযোজকদের একটি ভুল ধারণা রয়েছে। তারা মনে করে নাটকের অভিনেতা-অভিনেত্রীরা বড় পর্দায় সুবিধা করতে পারবে না। তাই বড় পর্দায় কাজের ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে যাই। এই ধারণার পরিবর্তন দরকার। তবে আমি একজন অভিনেতা। অভিনয়ই আমার কাজ। সেটি বড় পর্দা হোক অথবা ছোট পর্দা। এটি নিয়ে আমি চিন্তিত নই। যত দিন অভিনয়ে আছি মন দিয়ে কাজটি করে যেতে চাই। আর সময় হলে বড় পর্দায় দেখতে পাবে দর্শক।’

ওয়েব ফিল্ম ‘ইউএনও স্যার’-এ অপূর্বর সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। এ ছাড়াও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুঁইয়াসহ আরও অনেকে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *