Home বানিজ্য পবিত্র শবে বরাত উপলক্ষে বেড়েছে গরুর মাংসের দাম, কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা
ফেব্রুruari ২৫, ২০২৪

পবিত্র শবে বরাত উপলক্ষে বেড়েছে গরুর মাংসের দাম, কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা

পবিত্র শবে বরাত উপলক্ষে ঢাকার বিভিন্ন বাজারে গরুর মাংসের দাম বেড়েছে। ঢাকার বাজারে আজ রোববার প্রতি কেজি গরুর মাংসের দাম ৭৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত উঠেছে। অধিকাংশ জায়গায় তা ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে; কিছুটা ভালো মানের মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।

বাজারে সরবরাহের ঘাটতি থাকায় বেশি দাম দিয়ে গরু কিনতে হচ্ছে, এতে দাম বাড়তি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অনেকে বলেছেন, এই মূল্যবৃদ্ধি সাময়িক; চাহিদা কমে গেলেই দাম আবার কমবে। প্রতিবছর পবিত্র শবে বরাত ও রমজান মাসের আগে গরুর মাংসের দাম বাড়ে, এবারও তার ব্যতিক্রম হলো না।

রাজধানীর রায়েরবাগ এলাকার মাংস ব্যবসায়ী সায়েম হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘গরুর দাম বেড়ে যাওয়ায় প্রতি কেজি মাংস ৭৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে। আমার এখানে তা–ও একটু কম; অনেকে তো ৮০০ টাকায় মাংস বিক্রি করছে। এমন না যে আমি খারাপ মানের মাংস দিচ্ছি। এটা আসলে গরু কেনার ওপর নির্ভর করে।’ বড় গরুর মাংস একটু কম দামে বিক্রি করে যায় বলে মন্তব্য করেন তিনি।

ভালো মানের মাংসের দাম একটু বেশি উল্লেখ করে রাজধানীর পলাশী বাজারের ব্যবসায়ী তপন মুনসি প্রথম আলোকে বলেন, ‘

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *