Home সারাদেশ নলছিটিতে জনকণ্ঠের বর্ষপূর্তিতে প্রীতি  টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত। 
ফেব্রুruari ২১, ২০২৪

নলছিটিতে জনকণ্ঠের বর্ষপূর্তিতে প্রীতি  টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত। 

তাইফুর রহমান, ঝালকাঠি (নলছিটি)প্রতিনিধি :
জনপ্রিয় দৈনিক জনকণ্ঠ পত্রিকার ৩১ বছরপূর্তি উপলক্ষে ঝালকাঠির নলছিটি ঐতিহাসিক চায়না মাঠে টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
নিজেস্ব সংবাদদাতা খালিদ হাসানের আয়োজনে জনকণ্ঠ পাঠক ফোরাম বনাম ফ্রেন্ডস একাদশ এ খেলায় অংশ গ্রহন করে। বুধবার সকাল ১০ টা সময় খেলা শুরু হয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে জনকন্ঠ পাঠক ফোরাম ১শত ৯০ রান করে। জবাবে ফ্রেন্ডস একাদশ ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১শত ৪৮ রান করে পরাজিত  যায়। উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করে সমাজসেবক মোঃ  নুরুল্লাহ সিদ্দিকী ও মোঃ রেদোয়ান হোসাইন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *