Home সারাদেশ কয়রায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত।
ফেব্রুruari ২১, ২০২৪

কয়রায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ বায়জিদ হোসেন।
কয়রা খুলনা প্রতিনিধি।
যথাযথ মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস উপলক্ষে কয়রা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  সকাল ১০ ঘটিকার সময় কয়রা উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বি,এম তারিক উজ জামান। উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার।
 আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব মোঃ রাশিদুজ্জামান সংসদ সদস্য খুলনা ০৬।
এ সময় প্রধান অথিতি মহোদয় তাঁর বক্তব্যের শুরুতে ১৯৫২ সালের  আজকের এই দিনে নিহত শহীদ ভাষা সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য উপস্থিত সর্বস্তরের সরকারি-বেসরকারি বিভাগের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সুশীল সমাজ ও সর্বস্তরের জনসাধারণ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে তুলে ধরেন।
 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, মোঃ  মিজানুর রহমান অফিসার ইনচার্জ কয়রা থানা,  এ‍্যাডঃ কমলেশ কুমার সানা  ভাইস চেয়ারম্যান কয়রা উপজেলা পরিষদ, জনাব নাসিমা আলম মহিলা ভাইস চেয়ারম্যান কয়রা উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম  মহাসিন রেজা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি।
সভায় বক্তারা নতুন প্রজন্মের কাছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এর আগে  দিবাগত রাত ১২ঃ০১ মিনিটে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে কয়রা উপজেলা প্রশাসন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *