Home বিনোদন বাংলা ও হিন্দি ভাষায় কাজী মারুফের নতুন ছবি
ফেব্রুruari ১০, ২০২৪

বাংলা ও হিন্দি ভাষায় কাজী মারুফের নতুন ছবি

চিত্রনায়ক কাজী মারুফ তার নতুন ছবির ঘোষণা দিয়েছিলেন অনেক আগেই। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সিনেমার বাইরে নন ‘ইতিহাস’ খ্যাত অভিনেতা কাজী মারুফ। সেখানেও ‘গ্রিন কার্ড’ নামে নতুন একটি সিনেমার কাজ শেষ করেছেন।

এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের জীবনের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমায় মারুফ ছাড়াও অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি মডেল, ফ্যাশন ডিজাইনার নুসরাত তিসাম ও নাজিদা সৈয়দ। আরও রয়েছেন অভিনেত্রী নওশীন, হিল্লোল, শিরিন বকুল, কাজী আরিশা, রাফি আহমেদ, আকাশ রহমান প্রমূখ।

যুক্তরাষ্ট্র থেকে কাজী মারুফ বানালেন 'গ্রিন কার্ড' | প্রথম আলো

ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে বাংলা এবং হিন্দি ভাষায় সিনেমাটি নির্মিত হয়েছে। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তিনি। ছবিটি প্রসঙ্গে কাজী মারুফ বলেন, ‘গ্রিন কার্ড’ সিনেমা নির্মাণের মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করা হচ্ছে আমার। এরইমধ্যে এর কাজ শেষ হয়েছে। এটিই প্রথম কোনো বাংলা সিনেমা যেটি পুরোটা যুক্তরাষ্ট্রে শুটিং হয়েছে।’

অভিনেতা আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের জীবনের গল্প তুলে ধরা হয়েছে আমার এ সিনেমায়। এখন মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি আমি। আশা রয়েছে এ মাসের শেষ সপ্তাহে বা মার্চের প্রথম সপ্তাহে দেশে ফিরব। তারপর মুক্তির যাবতীয় প্রস্তুতি শেষ করব।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *