Home সারাদেশ কাঠালিয়ায় বিভিন্ন  কর্মসূচিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উজ্জাপন।
জানুuari ২৯, ২০২৪

কাঠালিয়ায় বিভিন্ন  কর্মসূচিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উজ্জাপন।

তাইফুর রহমান,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
 ঝালকাঠির কাঠালিয়ায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন এর সভাপতিত্ব উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাঃ আনোয়ার আজীম, কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার, কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান, কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান প্রমূখ। বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা উপজেলা পরিষদ মাঠে বিজ্ঞান মেলার বিভিন্ন বিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *