Home সারাদেশ নড়াইলে খেজুরের রস খেয়ে হাসপাতালে ভর্তি ৬ শিক্ষার্থী
জানুuari ২৯, ২০২৪

নড়াইলে খেজুরের রস খেয়ে হাসপাতালে ভর্তি ৬ শিক্ষার্থী

নাহিদ হাসান মুন্না নড়াইলঃ
নড়াইলে খেজুরের  রস খেয়ে অসুস্থ্য হয়ে পড়েছেন ছয় শিক্ষার্থী। রোববার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি নড়াইল সদর উপজেলার চরবিলা গ্রামে এবং প্রত্যেকেই পার্শ্ববর্তী শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা গেছে, রোববার দুপুরে সদর উপজেলা শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর  রেজওয়ান মন্ডল (১৫),  নাহিদ (১৮), ইমন (১৮), তামিন (১৫) এবং নবম শ্রেণীর  শিক্ষার্থী ফাহিম (১৫) ও মুবিন (১৮) মিলে স্কুলের পাশের একটি খেজুর গাছ থেকে কাচা রস পেড়ে খায়। খাওয়ার পর পরই তারা চোখে ঝাপসা, মাথাঘোরা ও বমিসহ অসুস্থ্য হয়ে পড়ে। পরে স্কুলের দপ্তরীসহ স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি করে। বর্তমানে তারা সকলেই সুস্থ রযেছেন।

অসুস্থ শিক্ষার্থী তামিন বলেন, গাছ থেকে রস পেড়ে আমি প্রথম খাই। পরে ওরা সবাই খায়ছে। খাওয়া শেষে যখন স্কুলের দিকে রওনা দিছি স্কুলের কাছের একটা বাড়ি পর্যন্ত আসলে আমি চোখে ঝাপসা দেখছি, মাথা ঘোরাচ্ছে এবং উল্টাপাল্টা বলতে থাকি। পরে ওখান থেকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এখন একটু সুস্থ।

রেজওয়ান বলেন, রস খাওয়ার ঘন্টাখানেক পর থেকে আমাদের মাথা ঘোরে, বমি হয়। তারপর আমরা হাসপাতালে আসি।
এ ব্যাপারে নড়াইল সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল হক বলেন, অসুস্থ ছয় শিক্ষার্থীকে পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে ভর্তি রাখি। এখন তারা সবাই সুস্থ আছেন। আমরা ধারণা করছি খেজুরের রস খেয়ে তাদের পেটে কোন সমস্যা হয়েছে৷ অথবা খেজুরের রসে হয়ত কিছু মেশানো ছিল যা খেয়ে তারা অসুস্থ হয়েছে। আর নিপাহ্ ভাইরাস সাধারণত খাওয়ার সাথে সাথে হয় না৷ দুই থেকে তিনদিন পর উপসর্গগুলো দেখা দেয়। আমরা আপাতত নিপাহ্ ভাইরাসের মত তেমন কিছু মনে করছি না।
নাহিদ হাসান মুন্না
01839834499

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *