Home সারাদেশ তাড়াশে নসিমন-অটোরিক্সা সংঘর্ষে চালকসহ নিহত ২
জানুuari ৮, ২০২৪

তাড়াশে নসিমন-অটোরিক্সা সংঘর্ষে চালকসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে নসিমন গাড়ী ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (৮ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৮নং ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিক্সা চালক পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকা মুগবেলাই গ্রামের সাইদুর রহমা (৪৫) ও অজ্ঞাত পরিচয় এক নারী (৪৮)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এম এ ওয়াদুদ জানান, বিকাল সাড়ে চার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহসাড়কের হামকুড়িয়া ৮নং ব্রীজ এলাকায় নসিমন গাড়ী ও একটি অটোরিক্সা সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার চালক সাইদুর রহমান ও অজ্ঞাত পরিচয়ের অটোরিক্সা যাত্রী এক মহিলা ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় নসিমন গাড়ীর চালক পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নসিমন গাড়ী জব্দ করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *