Home নির্বাচন লক্ষ্মীছড়িতে নৌকার প্রচারণায় ইউপিডিএফের হামলা
জানুuari ৪, ২০২৪

লক্ষ্মীছড়িতে নৌকার প্রচারণায় ইউপিডিএফের হামলা

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি বাজারে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবব্রত তালুকদারসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে অপহরণ করে নিয়ে গেলেও পরে ছেড়ে দিয়েছে হামলাকারীরা।

লক্ষ্মীছড়ি আওয়ামী লীগের সভাপতি রেম্রাসাই মারমা জানান, খাগড়াছড়ি আসনের আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে গণসংযোগ করতে উপজেলার বর্মাছড়িতে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। বর্মাছড়ি বাজারে প্রচারণা শেষ অবস্থায় হঠাৎ কয়েকজন লোক আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে ইটপাটকেল ও গুলতি ছুড়ে।

লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল চৌধুরী এ হামলার জন্য আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে (প্রসীত গ্রুপ) দায়ী করেছেন।

তবে নৌকার প্রচারণায় হামলায় ইউপিডিএফ জড়িত নয় বলে জানিয়েছেন ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ মারমা। বিক্ষুব্ধ জনতা ধাওয়া দিয়েছে বলে দাবি করেন তিনি।

লক্ষ্মীছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন নৌকা প্রতীকের প্রচারণায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *