জাপানের ভূমিকম্পে মৃত্যুকে কাছ থেকে দেখে এলেন জুনিয়র এনটিআর
বছরের প্রথমদিন (১ জানুয়ারি) জাপানে ৭.৬ মাত্রায় ভূমিকম্প হয়। এতে মৃত্যু হয়েছে বহু মানুষের, ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। এ সময় নববর্ষ উদযাপন করতে জাপানে গিয়েছিলেন জুনিয়র এনটিআর। সেখানে ভয়াবহ অভিজ্ঞতা হলো অভিনেতার।
দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরের শেষের দিকে স্ত্রী ও দুই সন্তান নিয়ে পাড়ি দিয়েছিলেন জাপানে। এরমধ্যেই ভূমিকম্পের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরলেন।
আজ ২ জানুয়ারি ভক্তদের এক্সে অভিনেতা জানিয়েছেন, সুরক্ষিত ভাবে তিনি বাড়ি ফিরে এসেছেন।
লিখেছেন, ‘জাপান থেকে ফিরে এসেছি। আকস্মিক এই ভূমিকম্পে আমি গভীর ভাবে শোকাহত। গত সপ্তাহের পুরোটা জাপানেই কাটিয়েছি। ক্ষতিগ্রস্তদের জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। জাপানের মানুষের সহনশীলতার ও কর্তব্যপরায়ণতার জন্য আমি কৃতজ্ঞ। আশা করছি সকলকে খুব দ্রুত উদ্ধার করা হবে। জাপানবাসীদের কাছে আমার আবেদন এই পরিস্থিতিতে সকলে মন শক্ত করুন।’
‘আরআরআর’ দিয়ে বিশ্ব কাঁপানোর পর দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর দর্শকদের উপহার দিতে চলেছেন তার পরবর্তী সিনেমা ‘দেবারা।’