Home অপরাধ বাগেরহাটে গরু বাঁধা নিয়ে বাকবিতণ্ডার জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা 
Disember ২৮, ২০২৩

বাগেরহাটে গরু বাঁধা নিয়ে বাকবিতণ্ডার জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা 

এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :

বাগেরহাটের মোরেলগঞ্জে নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মোহাম্মদ শফী চাপরাশি (৭৫)। তিনি গুলিশাখালি গ্রামের মৃত তাসেন চাপরাশির ছেলে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালি গ্রামে এ ঘটনা ঘটে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত ওই গ্রামের মোশারফ তালুকদার (৫৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, গরু বাঁধাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে প্রথমে মোশারফ তালুকদার ঘাস খাওয়ানোর জন্য গরু নিয়ে জমিতে যান। কিছুক্ষণ পর একই জমিতে শফী চাপরাশি তার গরু বাঁধতে গেলে মোশারফ তাকে নিষেধ করেন। একপর্যায়ে দুজনের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এসময় মোশারফ লাঠি দিয়ে শফীর মাথায় ও ঘাড়ে আঘাত করেন। এ অবস্থায় শফী নিজ বাড়ির দিকে রওনা হয়ে কিছু দূর যাওয়ার পর মাঠের মধ্যে পড়ে মারা যান।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। ####

**ছবি সংযুক্ত আছে।                                                                                                                                                                       (এস এম সাইফুল ইসলাম কবির)                                                                                                                                                   বাগেরহাট প্রতিনিধি
০১৭১১৩৭৭৪৫০  তারিখ: ২৮.১২.২০২৩।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *