Home নির্বাচন ফরিদপুর ৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারনা।
Disember ২৭, ২০২৩

ফরিদপুর ৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারনা।

মোঃ আনোয়ার হোসেন:

ফরিদপুর থেকে।

ফরিদপুর ৩ আসনে তুমুলভাবে জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী
প্রচারনা। এই আসনে মূলত শক্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতায় রয়েছেন ফরিদপুর জেলা
আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জনাব
শামীম হক। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে অংশ নিচ্ছেন
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হামীম গ্রুপের কর্ণধার জনাব এ. কে. আজাদ।

তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য।
নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীরা ভোর থেকে গভীর রাত অবধি নির্বাচনী
প্রচারনা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচারনায় নৌকার প্রার্থী জনাব শামীম হকের
সহধর্মীনী রুমানা হক বিভিন্ন উঠান বৈঠকে অংশ নিয়ে ভোটারদের মনোযোগ
আকর্ষনের চেষ্টা করছেন।

 

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী এ.কে. আজাদের সহধর্মীনী শায়মা আজাদ শাম্মি কে বিভিন্ন
এলাকায় উঠান বৈঠকে অংশ নিতে দেখা গেছে।
আজ জনাব শামীম হক তার এক নির্বাচনী জনসভায় ভোটারদের উদ্দেশ্যে জানিয়েছেন
“অপশক্তিকে রুখতে হবে, চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। কিছু মানুষ দেশ
ও জাতির উন্নয়নে বিশ্বাসী না।”
সকালে স্বাতন্ত্র প্রার্থী জনাব এ.কে. আজাদ ফরিদপুরে তার নিজ বাসভবনে সাংবাদিক
সম্মেলনে তার নির্বাচনী প্রচারনায় নৌকার সমর্থকদের বাধা দেবার অভিযোগ
করেছেন।

আগামী ৭ ই জানুয়ারী ফরিদপুর ৩ আসনে তুমুল প্রতিদ্বন্দিতামূলক নির্বাচনের আভাস
পাওয়া যাচ্ছে। গত ২৬ শে ডিসেম্বর ফরিদপুরের পুলিশ সুপারকে বদলি করে ঢাকা
মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে ফরিদপুর জেলার
পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।
সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার স্বার্থে ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার
জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ বিভিন্ন এলাকায় ভোটার উদ্বুদ্ধকরণ
সভার আয়োজন করে চলেছেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *